Sunday, March 5, 2017

আর নয় জনে জনে মেইল সেন্ড || খুব সহজে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করুন

বন্ধরা, আজকে আমরা আলোচনা করবো কিভাবে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করা যায়। তার পূর্বে আমরা জেনে নেই গুগল গ্রুপের উপকারিতা। 

কেন গুগল গ্রুপঃ আমরা যারা অফিসের প্রয়োজনে অর্থাৎ আমাদের প্রায় সময়ই ১০জন থেকে ১০০ অথবা তারও বেশী জনকে মেইল করতে হয়, তখন মেইল এড্রেস কপি ও সংরক্ষন করা অনেকটাই বিরক্তিকর  । কিন্তু আপনি খুব সহজে এই পদ্ধতি ব্যবহার করে কোন মেইল এড্রেস কপি ও সংরক্ষন করা ছাড়াই ১ থেকে ১০০ অথবা তারও বেশী জনকে মাত্র এক ক্লিকেই মেইল সেন্ড করতে পারবেন। 


তো চলুন কাজের কথায় আসি। 

ভিডিও টিটোরিয়াল কিভাবে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করা যায়



 প্রথমে আমাদের groups.google.com এ প্রবেশ করতে হবে। নিচের চিত্র অনুসরন করুন অথবা সহজ হবে উপরের ভিডিও টি দেখুন। 


০১। উপরের চিত্র অনুসারে আপনি “CREATE GROUP” এ ক্লিক করুন। 




০২। উপরের ছবি অনুযায়ী ফরমটি পুরন করে “CREATE” এ ক্লিক করুন। 


 ০৩। আপনি যে রোবট নন সেটার প্রমান করুন। 



০৪। এবার দেখুন আপনার গ্রুপ তৈরী হয়ে গেছে। 



০৫। ওকে ক্লিক করার পর উপরের চিত্র অনুযায়ী দেখতে পাবেন। এবার আপনি আপনার গুগল প্রোফাইল এ টিক মার্ক করুন। যদি শেয়ার করতে চান তাহলে “Save My Change” আর যদি শেয়ার করতে না চান তাহলে  “Keep my original Settings” এ ক্লিক করুন।



 ০৬। এবার চিত্র অনুযায়ী ম্যানেজ এ ক্লিক করুন। 

০৭। এবার লক্ষ্য করে দেখুন, Members এড করার অপসন এসেছে। উপরের চিত্র অনুসরন করুন। 


০৮। এ পর্যায়ে  ডান এ ক্লিক করুন। 


০৯। লক্ষ্য করুন আপনার নতুন একটি মেম্বার যুক্ত হয়েছে। 


১০। @ google group Address যদি মনে থাকে তো ভালো না থাকলে উপরের চিত্র অনুসারে খুজে বের করুন। 


১১।  এবার আপনি কম্পোজ মেইল এ গিয়ে একটি মেইল ঐ @ google group Address এ সেন্ড করুন। 



 ১২। এবার আপনার মেইলের ইনবক্স এ দেখুন একটি মেইল চলে আসছে। 


তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল ভালো ও উপকারে আসলে কমেন্ট এ জানাবেন ।  

করে ফেলুন আমার চ্যানেলটাকে । অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।




Friday, March 3, 2017

কিভাবে ফ্রিতে ৫০ বা ১০০ টাকা রিচার্জ পাওয়া যায় || যদি পাওয়াই যায় তাহলে খারাপ কি (প্রমানসহ)




আশা করছি সকলে ভালোই আছেন। আজ আমরা দেখব কিভাবে একটি অ্যাপের মাধ্যমে মোবাইলে ফ্রি রিচার্জ করা যায় যদি ফ্রিতে ৫০ বা ১০০ টাকা পাওয়া যায় তাহলে খারাপ কিআজ আমরা যে  অ্যাপের মাধ্যেম রিচার্জ করব সেটার নাম হল Vodi  এটা ম্যাসেন্জারের মত যেমন (Imo, Viber, Skype) তবে ভডি ইউজ করলে কয়েন দেয়। কারন হলো তারা Imo, Viber, Skype এদের মার্কেট টা ধরতে চাচ্ছে বলতে গেলে এটাই তাদের বিজ্ঞাপনের পদ্ধতি। এরা ৬৭৭ কয়েন হলে ৫০ টাকা রিচার্জ করতে দেয় আইডি খোলার সময় Vodi Referral code :  MST327 এই রেফার কোডটা দিতে ভুলবেন না
_______________________________________________________________________

করে ফেলুন আমার চ্যানেলটাকে । অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।


_____________________________________________________________________
.
আমি কিছুক্ষন আগে ৫০ টাকা রির্চাজ করলাম। নিচের ভিডিও টা দেখুন বিষয়টা অনেকটাই ক্লিয়ার হবে মনে করছি। 


তাহলে  চলুন শুরু করা যাক। প্রথমে google play store এ যান তারপর Vodi লিখে সার্চ করুন। অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনেলাড করুন
  http://q.gs/DOpjh
এবার অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুনতারপর আপনি আপনার ফোন নাম্বারটি দিনতারপর ভেরিফিকেশন হবে৩০ সেকেন্ড এর মত অপেক্ষা করুন। অথবা ভডি থেকে আপনার ফোনে একটা ভেরিফিকেশন এসএমএস দিবে সেটা বসিয়ে দিন ।  এরপর আসবে রেফারেল কোডএখানে আপনি MST327 এই কোডটা বসাবেনমনে রাখবেন, আপনি যদি এই কোডটা ব্যবহার করেন তাহলে  পাবেন ১০০ কয়েন আর আমিও পাব ১০০ কয়েনআর যদি রেফারেল না দেন তাহলে আপনিও কিছু পাবেন না আমিও পাব না

এখন আপনি অ্যাপটির সকল অপশন ঘুড়ে ফিরে দেখুন দেখবেন কয়েন যোগ হচ্ছে
এভাবে যখন ৬৭৭ কয়েন হবে তখন ৫০ টাকা রিচার্জ করতে পারবেন। বেশী বেশী কল করুন মেসেজ করুন ভিডিও কল করুন খুব বেশি না ২ ন্টা ব্যবহার করলেই অনেক কয়েন জমে যায। আর আপনি যদি আপনার রেফারে অন্য আরেক জনকে আইডি খুলে দেন তাহলে পাবেন ১০০ কয়েন। এভাবে আপনি ১০০০০ কয়েন = ১০ ডলার আয় করতে পারবেন। তাছাড়াও এদের মাসিক কনটেস্ট ও রেফেল ড্রো তো থাকছেই । 

তো আর দেরী কিসের । যদি পোষ্ট দিয়ে ভুল করে থাকি তো ক্ষমা সুন্দর দৃৃষ্টিতে দেখবেন। কোন সমস্যা মনে কমেন্ট করতে পারেন।