Sunday, March 5, 2017

আর নয় জনে জনে মেইল সেন্ড || খুব সহজে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করুন

বন্ধরা, আজকে আমরা আলোচনা করবো কিভাবে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করা যায়। তার পূর্বে আমরা জেনে নেই গুগল গ্রুপের উপকারিতা। 

কেন গুগল গ্রুপঃ আমরা যারা অফিসের প্রয়োজনে অর্থাৎ আমাদের প্রায় সময়ই ১০জন থেকে ১০০ অথবা তারও বেশী জনকে মেইল করতে হয়, তখন মেইল এড্রেস কপি ও সংরক্ষন করা অনেকটাই বিরক্তিকর  । কিন্তু আপনি খুব সহজে এই পদ্ধতি ব্যবহার করে কোন মেইল এড্রেস কপি ও সংরক্ষন করা ছাড়াই ১ থেকে ১০০ অথবা তারও বেশী জনকে মাত্র এক ক্লিকেই মেইল সেন্ড করতে পারবেন। 


তো চলুন কাজের কথায় আসি। 

ভিডিও টিটোরিয়াল কিভাবে গুগল গ্রুপ তৈরী ও পরিচালনা করা যায়



 প্রথমে আমাদের groups.google.com এ প্রবেশ করতে হবে। নিচের চিত্র অনুসরন করুন অথবা সহজ হবে উপরের ভিডিও টি দেখুন। 


০১। উপরের চিত্র অনুসারে আপনি “CREATE GROUP” এ ক্লিক করুন। 




০২। উপরের ছবি অনুযায়ী ফরমটি পুরন করে “CREATE” এ ক্লিক করুন। 


 ০৩। আপনি যে রোবট নন সেটার প্রমান করুন। 



০৪। এবার দেখুন আপনার গ্রুপ তৈরী হয়ে গেছে। 



০৫। ওকে ক্লিক করার পর উপরের চিত্র অনুযায়ী দেখতে পাবেন। এবার আপনি আপনার গুগল প্রোফাইল এ টিক মার্ক করুন। যদি শেয়ার করতে চান তাহলে “Save My Change” আর যদি শেয়ার করতে না চান তাহলে  “Keep my original Settings” এ ক্লিক করুন।



 ০৬। এবার চিত্র অনুযায়ী ম্যানেজ এ ক্লিক করুন। 

০৭। এবার লক্ষ্য করে দেখুন, Members এড করার অপসন এসেছে। উপরের চিত্র অনুসরন করুন। 


০৮। এ পর্যায়ে  ডান এ ক্লিক করুন। 


০৯। লক্ষ্য করুন আপনার নতুন একটি মেম্বার যুক্ত হয়েছে। 


১০। @ google group Address যদি মনে থাকে তো ভালো না থাকলে উপরের চিত্র অনুসারে খুজে বের করুন। 


১১।  এবার আপনি কম্পোজ মেইল এ গিয়ে একটি মেইল ঐ @ google group Address এ সেন্ড করুন। 



 ১২। এবার আপনার মেইলের ইনবক্স এ দেখুন একটি মেইল চলে আসছে। 


তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল ভালো ও উপকারে আসলে কমেন্ট এ জানাবেন ।  

করে ফেলুন আমার চ্যানেলটাকে । অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।




Friday, March 3, 2017

কিভাবে ফ্রিতে ৫০ বা ১০০ টাকা রিচার্জ পাওয়া যায় || যদি পাওয়াই যায় তাহলে খারাপ কি (প্রমানসহ)




আশা করছি সকলে ভালোই আছেন। আজ আমরা দেখব কিভাবে একটি অ্যাপের মাধ্যমে মোবাইলে ফ্রি রিচার্জ করা যায় যদি ফ্রিতে ৫০ বা ১০০ টাকা পাওয়া যায় তাহলে খারাপ কিআজ আমরা যে  অ্যাপের মাধ্যেম রিচার্জ করব সেটার নাম হল Vodi  এটা ম্যাসেন্জারের মত যেমন (Imo, Viber, Skype) তবে ভডি ইউজ করলে কয়েন দেয়। কারন হলো তারা Imo, Viber, Skype এদের মার্কেট টা ধরতে চাচ্ছে বলতে গেলে এটাই তাদের বিজ্ঞাপনের পদ্ধতি। এরা ৬৭৭ কয়েন হলে ৫০ টাকা রিচার্জ করতে দেয় আইডি খোলার সময় Vodi Referral code :  MST327 এই রেফার কোডটা দিতে ভুলবেন না
_______________________________________________________________________

করে ফেলুন আমার চ্যানেলটাকে । অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।


_____________________________________________________________________
.
আমি কিছুক্ষন আগে ৫০ টাকা রির্চাজ করলাম। নিচের ভিডিও টা দেখুন বিষয়টা অনেকটাই ক্লিয়ার হবে মনে করছি। 


তাহলে  চলুন শুরু করা যাক। প্রথমে google play store এ যান তারপর Vodi লিখে সার্চ করুন। অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনেলাড করুন
  http://q.gs/DOpjh
এবার অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুনতারপর আপনি আপনার ফোন নাম্বারটি দিনতারপর ভেরিফিকেশন হবে৩০ সেকেন্ড এর মত অপেক্ষা করুন। অথবা ভডি থেকে আপনার ফোনে একটা ভেরিফিকেশন এসএমএস দিবে সেটা বসিয়ে দিন ।  এরপর আসবে রেফারেল কোডএখানে আপনি MST327 এই কোডটা বসাবেনমনে রাখবেন, আপনি যদি এই কোডটা ব্যবহার করেন তাহলে  পাবেন ১০০ কয়েন আর আমিও পাব ১০০ কয়েনআর যদি রেফারেল না দেন তাহলে আপনিও কিছু পাবেন না আমিও পাব না

এখন আপনি অ্যাপটির সকল অপশন ঘুড়ে ফিরে দেখুন দেখবেন কয়েন যোগ হচ্ছে
এভাবে যখন ৬৭৭ কয়েন হবে তখন ৫০ টাকা রিচার্জ করতে পারবেন। বেশী বেশী কল করুন মেসেজ করুন ভিডিও কল করুন খুব বেশি না ২ ন্টা ব্যবহার করলেই অনেক কয়েন জমে যায। আর আপনি যদি আপনার রেফারে অন্য আরেক জনকে আইডি খুলে দেন তাহলে পাবেন ১০০ কয়েন। এভাবে আপনি ১০০০০ কয়েন = ১০ ডলার আয় করতে পারবেন। তাছাড়াও এদের মাসিক কনটেস্ট ও রেফেল ড্রো তো থাকছেই । 

তো আর দেরী কিসের । যদি পোষ্ট দিয়ে ভুল করে থাকি তো ক্ষমা সুন্দর দৃৃষ্টিতে দেখবেন। কোন সমস্যা মনে কমেন্ট করতে পারেন। 

Wednesday, February 22, 2017

WINDOWS 10 PRO একটিভেটর একদম লেটেস্ট VERSION লাগলে ডাউললোড করে নিন

আজকে টিউনে আপনাদের জন্য আছে Windows 10 Pro একদম লেটেস্ট Version। আগের  Version এ অনেক বাগ এবং সমস্যা ছিল কিন্ত এটাতে সেগুলোর Update করা হয়েছে। যাদের দরকার তারা ডাউনলোড করে নিন।  এই ভার্সনটিকে আবার কেউ কেউ All In One ও বলে  থাকেন, কারনটা এটা দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডসহ আরও কিছু মাইক্রোসফট এর প্রোডাক্ট একটিভেট করা যায়। এই সফটওয়ারটি অন্যান্য  একটিভেটরের চেয়ে তুলনামুলক ভাবে অনেক সহজ । আমি একটিভেটরটি আমার ব্যক্তিগত dropbox একাউন্টে আপলোড দিয়ে, লিংক আপনাদের মাঝে শেয়ার করলাম। কেননা  File ‍Shearing site এ যদি ফাইল আপলোড দেই, অনেকেই আছেন অতিরিক্ত এডের কারনে ডাউনলোডই করতে পারেন না। 
তো যাইহোক আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আরো একটি কথা না বল্লেই নয়, কোন কিছু শেখার ক্ষেত্রে ভিডিও অনেকটাই হেল্পফুল, কেননা এটাতে দেখে দেখে শেখা যায়। সেই জন্যে নিচে ভিডিও টিউটোরিয়াল ইমবেড করে দিলাম। 




অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।

Tuesday, February 21, 2017

কিভাবে ফোনের ইন্টারনেট ল্যাপটপে বা ডেক্সটপে ব্যবহার করা যায়

আমরা অনেকেই স্মার্ট ফোন ব্যাবহার করছি সাথে মোবাইল ইন্টারনেট ও। আজ দেখবো কিভাবে ফোনের ইন্টারনেট ল্যাপটপে বা ডেক্সটপে ব্যবহার করা যায়। মোটামুটি সব স্মার্ট ফোনেই এই শুবিধা আছে । আমরা আলোচনা করবো এন্ড্রয়েড ফোনের ইন্টারনেট ল্যাপটপে কিভাবে শেয়ার করা যায় সে বিষয়টি নিয়ে ।  ফোনের ইন্টারনেট দুই ভাবে শেয়ার করা যায় ল্যাপটপ কিংবা ডেক্সটপ মেশিন গুলোতে । এক হল ওয়াইফাই হটস্পট (WiFi HotSpot ) দিয়ে আর একটি হচ্ছে USB Cable এর মাধ্যমে । আমরা প্রথমে আলোচনা করবো কিভারে ওয়াইফাই হটস্পট করে ফোনের ইন্টারনেট ব্যবহার করা যায় ।

ওয়াইফাই হটস্পট করে ফোনের ইন্টারনেট শেয়ার করা

মোবাইল ফোনের নেট হটস্পট করে চালাতে গেলে আপনাকে আগে হটস্পট কনফিগার করে নিতে হবে প্রথম বারের মতো । সেটি করার জন্য আপনার এন্ড্রয়েড ফোনের সেটিংস এ গিয়ে  More এ টাচ করুন, Wireless & Networks এর অপশন গুলো ওপেন হয়ে গেলে সেখান থেকে Tethering & portable hotspot এ চাপুন ।  নিচের ছবিতে দেখানো হলো , কোন কোন ফোনের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে ।



 এরপর দেখবেন Tethering & portable hotspot ওপেন হয়ে গেলে এবং সেখান থেকে Portable Wi-Fi hospot এ চাপুন এবং পরের ধাপে চাপুন Configure Wi-Fi hotspot এ । এবার সে অপশনটি আসবে সেখানে আমরা সেট করবো Wi-Fi hospot  এর নামে সেটাকে আসলে Network SSID বলা হয় । WiFi hotspot এর সটকার্ট আইকন এর উপর বেশ কিছুটা সময় চেপে ধরে থাকলেও সরাসরি Portable Wi-Fi hospot এর অপশন টি পেয়ে যাবেন ।
 
 Network SSID হিসেবে আপনি আপনার নাম ও ব্যবহার করতে পারেন কিংবা যেকোন ওয়ার্ড আর দিয়ে নিন ৮ ডিজিটের পাসওয়ার্ড ।  এর পর Save করে বের হয়ে আসুন । WiFi Hotspot configuration এর কাজ শেষ, এবার চলুন দেখে নেই কিভাবে কম্পিউটারে কানেক্ট করা যায় । কম্পিউটারে কানেক্ট করার আগে মোবাইলের হটস্পট টি চালু করে নিন। সেটি করবার জন্য মোবাইল এর Shortcuts থেকে WiFi Hotspot এ চাপুন কিংবা সেটিংস থেকে Portable WiFi Hotspot  থেকে চালু করে নিন । এবার আপনার ল্যাপটপ ওপেন করে Network Icon টি দেখবেন হলুদ রংএর একটি চিহ্ন, এটিতে  ক্লিক করুন ( ল্যাপটপ এ Wireless Network Driver ইন্সটল না থাকলে কাজ করেনা, সাধারনত দেয়াই থাকে, না থাকলে ইন্সটল করে নিন ) ।




দেখুন কম্পিউটারের নেটওয়ার্ক কানেকশন এ মোবাইলের দেয়া Network SSID টি দেখাচ্ছে, এটিতে ক্লিক করে Network SSID এর সাথে দেয়া Password টি দিয়ে কানেক্ট করুন আপনার ল্যাপটপকে কানেক্ট করুন মোবাইলের ইন্টারনেটের সাথে ।






USB দিয়ে ফোনের ইন্টারনেট শেয়ার করা



Desktop PC গুলোতে সাধারনত WiFi Receiver থাকেনা, কিংবা আপনার ল্যাপটপে Wireless Network Driver ইন্সটল না থাকলে ফোনের ইন্টারনেট ল্যাপটপে ব্যবহার করা যায় ।  মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করবার জন্য আপনার ফোনটিকে ল্যাপটপ কিংবা ডেক্সটপ এর সাথে USB Cable দিয়ে কানেক্ট করে নিন । এরপর আগের দেখানো নিয়মেই Settings থেকে Tethering & portable hotspot  এ গিয়ে USB tethering এ চাপুন । দেখবেন আপনার ল্যাপটপ কিংবা ডেক্সটপ এ ইন্টারনেট চলে এসেছে ।


তবে আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তো USB tethering  কিংবা WiFi Hotspot কোনটাতেই আপনি ইন্টারনেট পাবেন না আপনার পিসি তে, কারন যে নেট শেয়ার করছে তারই আগে নেট দরকার
তো এই ছিলো মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করার একটি টিউটোরিয়াল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।

এক ক্লিকে সব ডিভাইস থেকে জিমেইল লগ আউট করবো কিভাবে

আপনি আপনার জিমেইল আইডি কোন সাইবারক্যাফে বা আপনার বন্ধুর ডিভাইসে লগইন করেছেন কিন্তু আপনি লগ আউট করতে ভুলে গেছেন। কখনো কখনো অনেকেরই এই ধরনের সমস্যা হয়। আপনি কোন সাইবারক্যাফে কিংবা বন্ধুর ডিভাইসে জিমেইল আইডি লগইন করছেন সেই মূহর্তে আপনার কোন গুরুত্বপূর্ণ কাজ আসছে, কিংবা আপনার ডিভাইস হারিয়ে গেছে। আপনার জিমেইল আইডি লগ আউট করা নাই। এর ফলে আপনার জিমেইল আইডি অন্য কেউ হ্যাক করতে পারে। আর তাই আজ  আমরা আলোচনা করবো কিভারে  সব ডিভাইস থেকে আপনার জিমেইল আইডি লগ আউট করবেন।

প্রথমে আপনি যে কোন ডিভাইস থেকে আপনার জিমেইল আইডি লগইন করেনিন। ভালো হয় Desktop কিংবা Laptop দিয়ে লগইন করলে । এবার আপনি যদি আপনার ইনবক্স এ থাকেন তো  নিচের ছবির মতো আসবে এবং এর ঠিক ডান পাশে নিচে একটি লেখা পাবেন , Last account activity …. Details






উপরের ছবির মার্ক করে দেখানো হয়েছে Last Account activity এবং তার ঠিক নিচের Details কে । এবার এই Details  এ ক্লিক করলে আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে যা ঠিক নিচের মতো ।


 

উপরের ছবিতে লক্ষ করুন, আপনি কবে কোথায় আপনার জিমেইল আইডি লগইন করেছেন তার  Details  সেখানে দেওয়া আছে। আপনি চাইলে সেগুলো দেখতে পারেন Show details এ ক্লিক করে ।
এবার সব ওয়েব সেশন ডিলিট করতে চাইলে ছবির লাল মার্ক করা অংশে Sign out all other web sessions লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি যে ডিভাইসগুলোতে জিমেইল লগইন করেছিলেন সেগুলো লগ আউট হয়ে যাবে এবং Successfully signed out all other sessions এই  মেসেজ টি দিবে ।
ছোট্ট একটি কাজ, কিন্তু আপনাকে নিরপদ রাখতে পারে অনেকখানি । তো এই ছিলো কিভাবে সব ডিভাইস থেকে জিমেইল লগ আউট করবো তার উপরে আমার ছোট্ট লেখা । ভালো লাগলে অন্য দের সাথে শেয়ার করতে ভুলবেন না





Monday, February 20, 2017

মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক ফাইল জোড়া দেওয়া যায় কিভাবে

আপনাকে জানাই স্বাগতম। আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে  অনেক সময় ধরে কাজ করি। আমরা  মাইক্রোসফট ওয়ার্ডে নথি পত্র কিংবা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করি। কোন কোন সময় আমাদের  একসাথে অনেক গুলো ডকুমেন্ট  জোড়া দিতে  হয়।  সে ক্ষত্রে একাধিক ডকুমেন্ট  থেকে কপি পেস্ট করতে অনেক সময় ব্যয় হয়। আর এর সমাধান হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডে  আছে একাধিক ফাইল জোড়া দেবার এর কার্যকরি সমাধান ।  মাইক্রোসফট ওয়ার্ডে একাধিক ডকুমেন্ট এক সাথে কিভাবে  জোড়া দিবো  তা ই নিচে আলোচনা করা হল। 

ওয়ার্ডে একাধিক ফাইল জোড়া দেওয়া

এক সাথে একাধিক ডকুমেন্ট জোড়া দিতে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করুন। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করা অবস্থায়  Insert ট্যাব মেনুতে ক্লিক করুন। নিচের ছবিটিতে লক্ষ করুন।   

Insert Tab Menu

Insert Tab Menu

Insert ট্যাব এ ক্লিক করার পর Ribbon এ দেখুন Object নামে একটি আইকন আছে ।  Object লেখাটির ডান পাশে ছোট একটি ড্রপডাউন আইকন দেখা যাচ্ছে সেখানে, ক্লিক করুন।


Object from Insert Tab

Object from Insert Tab

ক্লিক করার পর Text from File নামে একটি অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করুন। নিচের ছবিটিতে লক্ষ করুন।


Test from File

Test from File

Text from File লেখাটিতে  ক্লিক করলে Inset File নামে একটি ডায়ালগ বক্স আসবে । এবার আপনি যে ফাইলগুলোকে জোড়া দিতে চাচ্ছেন সেগুলো যেখান আছে সেই জায়গায় যান । ধরুন আমরা 01.docx, 02.docx এবং 03.docx ( docx  হল ওয়ার্ড ফাইলের File Extension ) নামে তিনটি MS Word ফাইল একটি ফাইলে নিতে চাচ্ছি ।

Inset file to join in ms word

Inset file to join in ms word
তাহলে তিনটি ফাইল সিলেক্ট করে সেই ডায়ালগ বক্স এর Insert বাটন এ ক্লিক করলে Current Document টিতে সেই ফাইলের ভিতরের Object গুল যোগ হয়ে যাবে । তবে এখানে একটি বিষয় খেয়াল রাখা দরকার ।

খেয়াল রাখা দরকার

ধরুন, 01.docx এর ভিতরে লিখা আছে  This is file one, 02.docx এর ভিতরে লিখা আছে  This is file Three এবং 03.docx এর ভিতরে লিখা আছে  This is file Tow. এবার এদের একসাথে যোগ করলে আসবে
This is file one
This is file Three
This is file Tow
কিন্তু আমি চাচ্ছি যে এরা আসুক
This is file one
This is file Tow
This is file Three
একাধিক ফাইল জোড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেনো ফাইলের নাম গুলো ও একটি অডার এ থাকে । যেমন উপরের 03.docx ফাইলটি যদি 02.docx  হত আর 02.docx   যদি হত 03.docx, তাহলে সব ঠিকঠাম মতই আসতো।
তো এই ছিলো এম এস ওয়ার্ডে ফাইল মার্জ করা বা যোড়া দেয়ার পদ্ধতি । আশা করছি আর সমস্যা হবার কথা নয় । আর হলে নিচে কমেন্ট এ জানান । ভালো থাকবেন